গাইবান্ধার সাঘাটায় ৪৪০ পিস ইয়াবাসহ আবদুর রহিম (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পদুমশহর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আবদুর রহিম ওই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদুমশহর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবদুর রহিমের ঘরের মেঝেতে মাটি খুঁড়ে ৪৪০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে মাদকসহ তাকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।
সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, ‘আবদুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।’