কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুলাতলী ঘাটে কয়েকজন ইয়াবার বড় চালান অন্যত্র পাঠানোর উদ্দেশে অবস্থান করছে- এমন তথ্যে রবিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। তখন সুলতান আহাম্মদ নামে একজনের ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা থেকে দেড় লাখ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোনসহ চারজনকে আটক করা হয়। তাদের সহযোগী আরও তিনজন কৌশলে পালিয়ে যান। আটকরা হলেন- আবদুস সালাম, মো. আবদুল্লাহ, নজরুল ইসলাম ও সামছুল আলম। তারা টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলীর বাসিন্দা। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।