চুয়াডাঙ্গার জীবননগরে কাপড় শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে সাবিনা খাতুন (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার নতুন চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। সাবিনা খাতুন নতুন চাকলা গ্রামের মোহাম্মদ ছোবদুলের স্ত্রী। স্থানীয়রা জানায়, সাবিনা বাড়ির ছাদে নিজের বোরখা শুকাতে গিয়েছিলেন। এ সময় অসাবধানতায় পা পিছলে ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।