গণ অভ্যুত্থান স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বরিশাল : গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে হোসনাবাদ গ্রামে শহীদ যুবদল কর্মী জামাল সিকদারের সমাধিস্থলে বৃক্ষরোপণের মধ্যদিয়ে কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা। পরবর্তীতে উপজেলার কালনা গ্রামের পারিবারিক কবরস্থানে শায়িত শহীদ যুবদল কর্মী ইমরান ও পশ্চিম শাওড়া গ্রামের ছাত্রদল নেতা ইলিয়াস খানের সমাধিস্থলে চারা লাগানো হয়। বাগেরহাট : সার্কিট হাউস চত্বরে বাগেরহাটের নয়জন জুলাই শহীদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। গাইবান্ধা : জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। নীলফামারী : গণ অভ্যুত্থান স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে চারটি গাছের চারা রোপণ করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামান এ চারা রোপণ করেন।
কুমিল্লা : জেলার ৩৮ জন শহীদের নামে বিভিন্ন উপজেলায় ৩৮টি গাছের চারা রোপণ করা হয়। আলেখারচর বিশ্বরোডে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের আয়োজনে গতকাল পালন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি। বেনাপোল : যশোরের বেনাপোলে বড়আঁচড়া গ্রামের শহীদ আবদুল্লাহর স্মৃতি রক্ষায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শার ইউএনও ডা. কাজী নাজিব হাসান, শহীদ আবদুল্লাহর বাবা আবদুল জব্বার প্রমুখ।