শেরপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত শমেজ উদ্দিন বইট্টা (৬৫) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা এলাকার বাসিন্দা। ভুক্তভোগীর স্বজন ও মামলা সূত্রে জানা যায়, রবিবার বিকালে বাইট্টা মিয়া শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর ভয় দেখিয়ে তিনি জোড়পূর্বক শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। ওসি জুবাইদুল আলম জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।