জয়পুরহাটের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলায় বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মুঠোফোনে অপরিচিত নম্বর থেকে কল দিয়ে পুলিশ বা গোয়েন্দা পরিচয়ে টাকা দাবি করা হচ্ছে। ভয় দেখানো হচ্ছে, টাকা না দিলে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হবে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমিনকে প্রথমে ফোন করা হয়।