পঞ্চগড়ের বোদা উপজেলায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার অভিযোগে চার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। রবিবার বোদা উপজেলার সাকোয়া বাজারে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মাসুদ রানা রিয়াজকে মারধর করে অভিযুক্তরা। বহিষ্কৃতরা হলেন, বোদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জীবন সরকার, পৌর সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়নের আহ্বায়ক আশিক এবং যুগ্ম আহ্বায়ক জশিম ইসলাম। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। উপজেলা বিএনপি সভাপতি আবদুল মান্নান বলেন, ‘কী ঘটেছিল পুরোপুরি জানি না।’