নাটোর সদর উপজেলার আলাইপুর এলাকার সুপার ফার্নিচার নামক কারখানা থেকে ইয়াসিন (১২) নামের এক শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে। জানা যায়, কয়েক দিন ধরে বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল ইয়াসিন। গতকাল সহকর্মীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।