সুন্দরবনে হরিণ শিকারের ৩০০টি ফাঁদ জব্দ ও আরিফুল ইসলাম দুলাল নামে একজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের কাছে সুখপাড়া খালের পাশ থেকে স্মার্ট পেট্রোলিং টিম-২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। ফাঁদ ছাড়া তার কাছে পাওয়া যায় একটি ছুরি, একটি করাত, ২০০ গজ পলিথিন, ১১টি প্লাস্টিকের খালি বস্তা ও প্লাস্টিকে রশি। আটক দুলাল পেশাদার হরিণ শিকারি ‘নাসির গ্যাংয়ের’ উপপ্রধান। সুন্দরবন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিম-২ এর টিম লিডার দিলীপ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।