গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কুস্তি খেলা হয়েছে নেত্রকোনা সদর পেড়ারগাতী বটতলা গ্রামে। গতকাল বিকালে শুরু হয় কুস্তি প্রতিযোগিতা। খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন গ্রামের মানুষ। সদর উপেজলার কুতুবপুর গ্রাম, সিদলাউড়, পেড়ারগাতী, স্বল্পইকান্দি, অরঙ্গবাদ ও বটতলা গ্রামের কুস্তিগিররা অংশ নেন।
খেলা শেষে প্রথম স্থান অধিকারী উলুয়াটি গ্রামের কুস্তিগির শাহ আলমের হাতে একটি এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়। যৌথভাবে খাসি পেয়েছেন রবি মিয়া ও আলম মিয়া। এ ছাড়া কুস্তিগির সবাই ছাতা ও মোবাইল ফোন পেয়েছেন।
রাজুরবাজার এলাকার কুস্তিগির শামীম জানান, এটি শক্তির খেলা। শরীর মন দুটোই ভালো রাখে। বাপ-দাদার কাছ থেকে আমি শিখেছিলাম। এই খেলার অনেক কায়দা আছে।
আজকালকার ছেলেরা পারে না। তারপরও এই আয়োজন দেখে ভালো লাগছে। আবার ফিরবে ঐহিত্যের খেলা।
আয়োজক কমিটির সদস্য রফিক মিয়া জানান, বর্তমান প্রজন্ম জানেই না যে বর্ষাকালে এটি দুর্দান্ত খেলা ছিল। এই খেলার জন্য শরীর সুস্থ রাখতে হয়। এতে মানসিকভাবে ছেলেরা সুস্থ থাকে।