গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের ফ্লাইওভার নির্মাণে হাইড্রোলিক হ্যামার বন্ধ করে শব্দহীন আধুনিক মেশিন ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল বিকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় এলাকায় ‘গোবিন্দগঞ্জ পৌরসভার সচেতন নাগরিকবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন এম এ মতিন মোল্লা, আবু খালেদ, গোপাল মোহন্ত, ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম ডাবল্লু প্রমুখ।