ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে নৈশকোচ ও থ্রি-হুইলারের সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ছাড়া ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও চারজন। সোমবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর- ঠাকুরগাঁও : গতকাল সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী থানার খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় নৈশ্যকোচ ও থ্রি-হুইলারের সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হন। তারা হলেন- আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে রাবিয়াতুন (১৫)। রাবিয়াতুন নবম শ্রেণির শিক্ষার্থী বলে যানা গেছে। ফরিদপুর : ফরিদপুরে তেলবাহী লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুর মুন্সী বাজার বাইপাস সড়কে বরকতের মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদরের কৈজুরী ইউনিয়নের শ্রীবাস মজুমদার (৩০) ও রাশেদ মোল্লা (২৫)।
মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালীবাড়ি মোড়ে গতকাল বিকালে যাত্রীবাহী বাস, নসিমন ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ইন্দজিৎ ভদ্র (৪০) নামে এক নসিমন চালক নিহত হন। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। কুমিল্লা : বুড়িচং উপজেলায় ট্রাকের চাপায় সাখাওয়াত হোসেন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুর ডুবাইরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।