দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। রবিবার বিকাল থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
চট্টগ্রাম : রবিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান এলাকায় রোলারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়ি দুটি। এতে তেলের ট্যাংকারে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। পরে রাত ১২টার দিকে ক্রেন দিয়ে ট্যাংকার ও রোলার তোলার পর রোলারচালক হাবিব উল্ল্যাহর লাশ খাদে ভেসে ওঠে। হাবিব উল্ল্যাহ (৬০) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় নতুন বাজার এলাকার বাসিন্দা। এদিকে গতকাল সকালে মহাসড়কের বারইয়ারহাট পৌরসভায় মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হন ব্যবসায়ী প্রদীপ কুমার দে। তাঁর বাড়ি বারইয়ারহাট পৌরসভার জামালপুরে।
বরিশাল : গৌরনদীতে গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলচালক অনিম সরদার (২৩) নিহত হয়েছেন। তিনি উপজেলার সাউদের খালপাড় এলাকার স্বপন সরদারের ছেলে।
নোয়াখালী : হাতিয়ায় বাবার মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে ইশরাত জাহান শান্তা (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার হিল্টন রোডে এ দুর্ঘটনা ঘটে। শান্তা হাতিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের পল্লী চিকিৎসক আরিফের মেয়ে।