চলনবিলসহ পাবনার বিভিন্ন বিলাঞ্চলে উজান থেকে নেমে আসা পানিতে অসময়ে বন্যা দেখা দিয়েছে। নিচু জমিতে থাকা ইরি ধান পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি এ এলাকায় দেখা দিয়েছে শ্রমিকসংকট। ধান কাটতে না পারায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘ধান পেকে গেছে। আমরা ভেবেছিলাম কয়েক দিনের মধ্যে কাইট্টা নিব। কিন্তু হঠাৎ পানি আইসা সব তলাইয়া দিল। এখন যদি কাটা না যায়, তাহলে ধান গাছেই পচে যাইব।’ স্থানীয়রা বলছেন, পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, আটঘরিয়া, বেড়া ও সুজানগর উপজেলার বিভিন্ন বিলে নতুন করে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। চলনবিলের ছাইকোলা, নিমাইচরা, মাগুড়া, লক্ষ্মীকোল, তারাপুর, আদাবাড়িয়া, বাশবাড়িয়া, দিলপাশার, পাটুল, নৌবাড়িয়া, শ্রীপুর, জয়রামপুর, বাশবাড়িয়া, বিশাকোল, কয়ড়া এলাকার কৃষকরা এখন দিশেহারা। বড় বিল, গম বিলম গাজনার বিলের কৃষকরা এ সমস্যার পাশাপাশি পড়েছেন শ্রমিকসংকটে। স্থানীয়রা বলছেন, ইরি ধান পুরোপুরি কাটার আগেই পানি উঠে যায়। অনেক জমির ধান এখন পানির নিচে। কেউ কোমরসমান পানিতে দাঁড়িয়ে ধান কাটছেন, আবার কেউ ভেলা তৈরি করে ধান কেটে মাঠ থেকে তুলে আনার চেষ্টা করছেন। আটঘরিয়ার বাঐকোলা গ্রামের কৃষক কামাল হোসেন জানান, এই পানিত ধান কাটলেও শুকানো সম্ভব না। কোথায় রাখব? যন্ত্র নাই, সাহায্য নাই। আমরা খুব কষ্টে আছি। এ ছাড়া শ্রমিক পাওয়াও খুব কষ্টকর। কৃষকরা বলছেন, আগাম বন্যায় ধান কাটার সময় ও সুযোগ না পেয়ে তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। কেউ কেউ তলিয়ে যাওয়ার আশঙ্কায় আধা-পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। কৃষক নেতা মো. আখিরুজ্জামান মাসুম বলেন, এসব বিলের ফসল হারালে শুধু কৃষক নয়, গোটা এলাকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। কৃষি বিভাগের তথ্যমতে, চাটমোহর উপজেলায় ৯ হাজার ২১৩ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ২০০ হেক্টর নিচু জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়েছে। একইভাবে ভাঙ্গুড়া উপজেলায় ৭ হাজার ৭৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪৫০ হেক্টর নিচু জমি রয়েছে। ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. শারমীন জাহান বলেন, উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত গুমানী ও বড়াল নদীতে আকস্মিক বর্ষা ও ঢলের পানি বৃদ্ধি পেয়ে খাদ্যশস্য ভান্ডারখ্যাত খানমরিচ, দিলপাশার ও অষ্টমনিষা ইউনিয়নের নিচু এলাকায় ২ শতাধিক হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে। তবে ডুবে যাওয়া ধান দু-একদিনের মধ্যে কৃষক কেটে ঘরে তুললে ক্ষতির সম্ভাবনা নেই। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হচ্ছে। এ কৃষকদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা চলছে।
শিরোনাম
- ভূমিকম্পের পর এবার রাশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত
- অ্যাঙ্গোলায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সহিংস বিক্ষোভে নিহত ২২
- ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
- ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা
- ধোঁকা দেয়ার চিন্তা মনে হয় না কোনো দলের আছে : সালাহউদ্দিন
- শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
- এমন অবস্থা তৈরি করবেন না যাতে ফ্যাসিস্ট হাসিনা ফেরার সুযোগ পায় : ফখরুল
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদে নতুন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩১৬
- এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে নিরাপত্তা বিধিভঙ্গের ৫১ অভিযোগ
- হাসিনাকে রাতের ভোটের আইডিয়া দেন জাবেদ পাটোয়ারী
- সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে: তারেক রহমান
- থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ সম্পন্ন
- কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব, বরখাস্ত এএসপি
- ৩০ অক্টোবরের মধ্যে বাড়তি সিম ডি-রেজিস্ট্রার করতে হবে
- জীববৈচিত্র্য রক্ষায় ঝাজর বড় বিল পরিদর্শন
- যেভাবে একদিনে সাড়ে ৫ বিলিয়ন ডলার খোয়ালেন মেক্সিকান ধনকুবের!
- আগস্ট ঘিরে সবাইকে সতর্ক থাকতে হবে : রিজভী
- ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
অসময়ে বন্যায় বিপাকে কৃষক
তলিয়ে গেছে ধান শ্রমিক সংকট
এস এ আসাদ, পাবনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

জলাবদ্ধতা নিরসনে নালা-খাল-সড়ক সংস্কার কার্যক্রম চলমান থাকবে : মেয়র শাহাদাত
১০ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম