সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে স্থানীয়রা বই বিক্রির বিষয়টি টের পেয়ে অধ্যক্ষ সুরাইয়া পারভীন, পিকআকচালক ও ক্রেতা হেদায়েত উল্লাহকে হাতেনাতে আটক করে। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলমকে জানান। সন্ধ্যায় শিক্ষা অফিসার সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে বই পিকআপ থেকে নামিয়ে স্টোররুমে পাঠানোর নির্দেশ দেন। এদিকে বই বিক্রির ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত সুরাইয়া পারভীন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ সব সময় ষড়যন্ত্র করে থাকে।’ মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম বলেন, ‘নতুন-পুরান মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রির সময় জব্দ করা হয়। অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাকার বিনিময়ে ম্যানেজের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’ ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘মাধ্যমিক শিক্ষা অফিসারকে এ ব্যাপারে প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।