দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছের ২ হাজার চারা ধ্বংস করা হয়েছে। গতকাল উপজেলার রাঙামাটি ও গণিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি এলাকায় দুই বোন নার্সারিতে ১ হাজার ৫ শ ও গণিপুর এলাকায় সুধীর নার্সারিতে ৫ শ ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়। আদালত পরিচালনা করেন ফুলবাড়ী ইউএনও ইসাহাক আলী।