গাইবান্ধার সাদুল্যাপুরে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার রাতে উপজেলার ইদিলপুর গ্রামের শিক্ষক মানিক চন্দ্র সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।