মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় জয়ন্ত ভট্টাচার্য নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাতটার দিকে উপজেলার ভানুগাছ সড়কে বধ্যভূমির সামনে এই দুর্ঘটনা ঘটে৷
নিহত জয়ন্ত ভট্টাচার্য কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর কিপার ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয়ন্ত ভট্টাচার্য মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়েছি৷ নিহত ব্যাক্তির লাশ হাসপাতালে আছে। থানায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
বিডি প্রতিদিন/নাজিম