লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্টে রমনি কান্ত রায় (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। রমনি কান্ত নাড়িয়া বাজার এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিনি ভেলাবাড়ি বাজারের পাশে মোহর আলীর পুরাতন ঘরের টিনের চাল পরিবর্তনের কাজ করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’