ঈদের আগে যাত্রীভাড়া বৃদ্ধির দাবিতে পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচা নৌরুটে শতাধিক স্পিডবোট চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। গতকাল সকাল থেকে এ রুটে স্পিডবোট চলাচল বন্ধ রাখায় ঈদে ঘরমুখী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা যায়, ২০১১ সালে আরিচা-কাজিরহাট রুটে স্পিডবোট সার্ভিস চালু হয়। যার নিয়ন্ত্রণ ছিল দুই পাড়ের আওয়ামী লীগ নেতাদের হাতে। প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এ রুটে নৌপরিবহন কর্তৃপক্ষ জনপ্রতি যাত্রী ভাড়া ২১০ টাকা নির্ধারণ করে। কিছুদিন পর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, চালক বেতন ও অন্যান্য খরচের অযুহাতে বোট মালিকরা যাত্রী ভাড়া ২৫০ টাকা হারে আদায় করতে থাকেন। তবে ছাত্র-জনতার আন্দোলনে গত বছর ৫ আগস্ট থেকে প্রায় পাঁচ মাস বন্ধ থাকে এ রুটে স্পিডবোট সার্ভিস। কয়েক মাস আগে নতুন লাইসেন্স নিয়ে স্পিডবোট পুনরায় চালু করে সাধারণ ব্যবসায়ীরা। তবে আগের মতো তারা জনপ্রতি ২৫০ টাকা ভাড়া আদায় করতে থাকে। এ রুটের কাজিরহাট স্পিডবোট মালিক সমিতির সভাপতি রইস উদ্দিন বলেন, নৌপরিবহন কর্তৃপক্ষ মাস খানেক আগে এ রুটের জনপ্রতি যাত্রী ভাড়া নির্ধারণ করে ২১০ টাকা। এতে আমাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আমাদের মালিক সমিতি যাত্রী ভাড়া ২৫০ করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করলেও, কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। মালিকরা আরও জানান, ঈদসহ যেকোনো পার্বণে যাত্রী চাপ বৃদ্ধি পায়। তবে আরিচা থেকে কাজিরহাট যাত্রী নিয়ে গেলেও ফেরার পথে শূন্য অবস্থায় ফিরতে হয়। এতে লোকসান গুণতে হয় আমাদের। সার্বিক বিবেচনায় কমপক্ষে ২৫০ টাকা হারে যাত্রী ভাড়া নির্ধারণের দাবিতে গতকাল থেকে স্পিডবোট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বিআইডব্লিউটিএ আরিচা ট্রাফিক সুপারভাইজার আফসার আলী জানান, সকাল থেকে ভাড়া বৃদ্ধির দাবিতে স্পিডবোড চলাচল বন্ধ রয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা ঘাট এলাকা পরিদর্শন করেছেন। বিআইডব্লিউটিএর নগরবাড়ি-কাজিরহাট ঘাট কার্যালয়ের পোর্ট অফিসার আবদুল ওয়াকিল বলেন, স্পিডবোট মালিক সমিতি থেকে ভাড়া বৃদ্ধির জন্য একটি আবেদন করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় প্রায় এক মাস আগে স্পিডবোট ভাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে, লঞ্চ-ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদ যাত্রায় কোনো সমস্যা হবে না।
শিরোনাম
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
- সারাদেশে তরুণদের নিয়ে সরকারের আইডিয়া প্রতিযোগিতা শুরু
- কুমিল্লার বরুড়ায় পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু
- বাগেরহাটে সরকারি স্কুলের সামনে ময়লা ফেলা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
- দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ
- ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার আগে ক্যাডার পরিবর্তনের সুযোগ
- ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে দুই ফরাসি নাগরিক অভিযুক্ত
- মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- সব ধরনের সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা রাশিয়ার
- উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত, আহত ৩
কাজিরহাট-আরিচা স্পিডবোট বন্ধ
চরম ভোগান্তি যাত্রীসাধারণের
এস এ আসাদ, পাবনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর