আদালতের নির্দেশে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাহফুজুর রহমানের লাশ কবর থেকে উত্তোলনে আপত্তি জানিয়েছে তার পরিবার। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মামলার তদন্ত কর্মকর্তা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হরতকীতলা গ্রামে পারিবারিক করবস্থান থেকে তার লাশ উত্তোলনে গেলে এ ঘটনা ঘটে। শহীদ মাহফুজুর রহমানের বাবা আবদুল মান্নান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা লাশ কবর থেকে উত্তোলনে আপত্তি জানান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মামলার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদরুদ্দোজা জানান, পরিবারের পক্ষ থেকে লাশ উত্তোলনে আপত্তির বিষয়টি তারা আদালতে জানাবেন।
আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে শহীদ হন আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান। পরে তার গ্রামের বাড়িতে পুলিশের তত্ত্বাবধানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের হলে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের নির্দেশ দেন আদালত।