কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের নতুন করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার চকরিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অপর একটি মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও এপিপি সিনিয়র আইনজীবী মো. গোলাম সরওয়ার।
তিনি জানিয়েছেন, জাফর আলমকে চকরিয়া থানার ৫টি মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে বুধবার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। রাষ্ট্র পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা জাফর আলমসহ আরো ৫০/৬০ জন আসামি ২০১৮ সালের টৈটং বটতলী, শফিকিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে ধানের শীষের এজেন্টকে মারধর এবং ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগে মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে উক্ত মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৮ জুন চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চকরিয়া থানার পাঁচটি এবং পেকুয়া থানার দুইটি মামলায় জাফর আলমের মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে চকরিয়ার পাঁচটি মামলায় ১৪ দিনের রিমান্ড গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। দু’টি মামলায় তাকে চার দিনের রিমান্ডের জন্য বুধবার সকাল সাড়ে ১০টায় পেকুয়া থানায় আনা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত