ক্লাব বিশ্বকাপে দারুণ ফর্ম ধরে রেখে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। মেক্সিকান ক্লাব মন্তেরেইকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে জার্মান জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ডর্টমুন্ড। ১৪তম মিনিটে সের্হিও গুইরাসি ও করিম আদেয়েমির দ্রুত পাস আদান-প্রদানে বিভ্রান্ত হন মন্তেরেইর ডিফেন্ডার রদ্রিগেজ। সেই সুযোগে ডানদিক দিয়ে গোল করে এগিয়ে দেন গিনির ফরোয়ার্ড গুইরাসি।
মাত্র ১০ মিনিট পরই আদেয়েমির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান গুইরাসি। এটি ছিল তার মৌসুমের ৩৭তম গোল। প্রথমার্ধের শেষ দিকে মন্তেরেইর জেসুস করোনা একটি প্রচেষ্টা করলেও বল পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণ জোরদার করে মন্তেরেই। ৪৮তম মিনিটে বার্তেরামের হেডে এক গোল শোধ করে তারা। এরপর একাধিক আক্রমণ করেও ডর্টমুন্ড রক্ষণ আর গোলরক্ষক গ্রেগর কোবেলের দুর্দান্ত পারফরম্যান্সে সমতা ফেরাতে পারেনি লাতিন আমেরিকান ক্লাবটি।
শেষ দিকে সাবেক রিয়াল তারকা সার্জিও রামোস মাথায় গোল করার সুযোগ পেলেও বল লক্ষ্যে রাখতে পারেননি। মুহূর্তের উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয় এই অভিজ্ঞ ডিফেন্ডারের।
ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বরুসিয়া ডর্টমুন্ড। তবে বড় ধাক্কা খেয়েছে তারা। হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ হয়েছেন মিডফিল্ডার জোব বেলিংহাম। ফলে পরের রাউন্ডে মুখোমুখি হলেও ভাই জুড বেলিংহামের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
বিডি প্রতিদিন/মুসা