এক সময় বাঁশের তৈরি রকমারি পণ্য ব্যবহার হতো গৃহস্থলির কাজে। বর্তমানে সেই জায়গা দখলে নিয়েছে প্লাস্টিক সামগ্রী ও আধুনিক নানা যন্ত্র। কদর কমেছে বাঁশের তৈরি জিনিসপত্রের। আধুনিক প্রযুক্তির দাপটে প্রসার ঘটেনি এ শিল্পের। অব্যাহত লোকসানের কারণে অনেকে ঝুঁকছেন অন্য পেশায়। শত প্রতিকূলতার মধ্যেও পূর্ব-পুরুষের এ পেশা ধরে রেখেছেন জয়পুরহাটের মাহালি সম্প্রদায়। দুর্মূল্যের বাজারেও প্রতিদিন এ সম্প্রদায়ের ৭০-৮০ পরিবারের পুরুষ ও নারীরা সকাল-বিকাল বাঁশ থেকে তৈরি করছেন নানা সামগ্রী। বাঁশ কেটে ফালি করে কাঠি তুলে শুকিয়ে তৈরি করেন কুলা, খইচালা, চালুনি, টোপা ও চাঙারিসহ অন্য প্রয়োজনীয় সামগ্রী। বাঁশের দাম বেশি হলেও চাহিদা কমে যাওয়ায় এসব পণ্যের দাম বাড়েনি। এ কাজ করে এখন তাদের পারিশ্রমিক ওঠে না। তার পরও পেশা আকড়ে আছেন অনেকে। প্রতিদিন তৈরি করা সামগ্রী তারা বিক্রি করেন স্থানীয় দোকানে। পাইকারিও বিক্রি হয়। এতে দিনে দুই থেকে আড়াই শ টাকার বেশি রুজি হয় না। এ দিয়েই কষ্টে সংসার চলছে তাদের। জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর মাহালি সম্প্রদায়ের মোহন বসাকে বলেন, একটা বাঁশ গ্রাম থেকে সংগ্রহ করতে তাদের একবেলা চলে যায়। বাঁশের দামও এখন বেশি। আগের ১২০ টাকা দামের বাঁশ এখন কিনতে হয় ২০০-২২০ টাকায়। একটা বাঁশ থেকে দুই-তিনটা ডালা-চাঙারি তৈরি করতে ছেলে-মেয়ে নিয়ে সারাদিন পরিশ্রম করতে হয়। যা বিক্রি হয় সর্বোচ্চ ৫০০ টাকায়। এ দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তার পরও বাপ-দাদার পেশা ধরে আছি। পঞ্চাশোর্ধ্ব কৃষ্ণ মুর্মু বলেন, আমাদের ছেলে-মেয়েরা এ কাজ করতে চায় না। তারা অন্য পেশা বেছে নিয়েছে। আমরাতো অন্য কাজ পারি না। তাই বাঁশের জিনিষপত্র তৈরি করেই আমরা জীবন পার করছি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন-বিসিক জয়পুরহাটের উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ বলেন, ‘বাঁশের তৈরি শৌখিন সামগ্রীর কদর এখনো আছে। এবার বৈশাখী মেলায় ব্যাপক চাহিদা ছিল এসব সামগ্রীর। আমরা সরকারিভাবে প্রশিক্ষণও দিচ্ছি। এ ছাড়া কুটির শিল্প প্রসারে সহজশর্তে ঋণ দেওয়া হয়।
শিরোনাম
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
জয়পুরহাটে দুর্দিনে বাঁশশিল্প
লোকসানে পেশা ছাড়ছেন অনেকে
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর