এক সময় বাঁশের তৈরি রকমারি পণ্য ব্যবহার হতো গৃহস্থলির কাজে। বর্তমানে সেই জায়গা দখলে নিয়েছে প্লাস্টিক সামগ্রী ও আধুনিক নানা যন্ত্র। কদর কমেছে বাঁশের তৈরি জিনিসপত্রের। আধুনিক প্রযুক্তির দাপটে প্রসার ঘটেনি এ শিল্পের। অব্যাহত লোকসানের কারণে অনেকে ঝুঁকছেন অন্য পেশায়। শত প্রতিকূলতার মধ্যেও পূর্ব-পুরুষের এ পেশা ধরে রেখেছেন জয়পুরহাটের মাহালি সম্প্রদায়। দুর্মূল্যের বাজারেও প্রতিদিন এ সম্প্রদায়ের ৭০-৮০ পরিবারের পুরুষ ও নারীরা সকাল-বিকাল বাঁশ থেকে তৈরি করছেন নানা সামগ্রী। বাঁশ কেটে ফালি করে কাঠি তুলে শুকিয়ে তৈরি করেন কুলা, খইচালা, চালুনি, টোপা ও চাঙারিসহ অন্য প্রয়োজনীয় সামগ্রী। বাঁশের দাম বেশি হলেও চাহিদা কমে যাওয়ায় এসব পণ্যের দাম বাড়েনি। এ কাজ করে এখন তাদের পারিশ্রমিক ওঠে না। তার পরও পেশা আকড়ে আছেন অনেকে। প্রতিদিন তৈরি করা সামগ্রী তারা বিক্রি করেন স্থানীয় দোকানে। পাইকারিও বিক্রি হয়। এতে দিনে দুই থেকে আড়াই শ টাকার বেশি রুজি হয় না। এ দিয়েই কষ্টে সংসার চলছে তাদের। জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর মাহালি সম্প্রদায়ের মোহন বসাকে বলেন, একটা বাঁশ গ্রাম থেকে সংগ্রহ করতে তাদের একবেলা চলে যায়। বাঁশের দামও এখন বেশি। আগের ১২০ টাকা দামের বাঁশ এখন কিনতে হয় ২০০-২২০ টাকায়। একটা বাঁশ থেকে দুই-তিনটা ডালা-চাঙারি তৈরি করতে ছেলে-মেয়ে নিয়ে সারাদিন পরিশ্রম করতে হয়। যা বিক্রি হয় সর্বোচ্চ ৫০০ টাকায়। এ দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তার পরও বাপ-দাদার পেশা ধরে আছি। পঞ্চাশোর্ধ্ব কৃষ্ণ মুর্মু বলেন, আমাদের ছেলে-মেয়েরা এ কাজ করতে চায় না। তারা অন্য পেশা বেছে নিয়েছে। আমরাতো অন্য কাজ পারি না। তাই বাঁশের জিনিষপত্র তৈরি করেই আমরা জীবন পার করছি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন-বিসিক জয়পুরহাটের উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ বলেন, ‘বাঁশের তৈরি শৌখিন সামগ্রীর কদর এখনো আছে। এবার বৈশাখী মেলায় ব্যাপক চাহিদা ছিল এসব সামগ্রীর। আমরা সরকারিভাবে প্রশিক্ষণও দিচ্ছি। এ ছাড়া কুটির শিল্প প্রসারে সহজশর্তে ঋণ দেওয়া হয়।
শিরোনাম
- রাজধানীতে দুই খুন
- গাজায় প্রতি ৪ মিনিটে একবার হামলা, প্রাণ গেল শতাধিক মানুষের
- সিলেটে ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতা গ্রেফতার
- রমেকে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ বিভাগ নির্মাণের অগ্রগতি পরিদর্শন
- অবৈধভাবে পাচারকালে ৩০ হাজার রেনু উদ্ধার, নদীতে অবমুক্ত
- রংপুরে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নবিরোধী কর্মশালা
- যৌতুক না দেওয়ায় বিয়ের আসর থেকে বর পালাল, সংঘর্ষে আহত ৫
- পদ্মার দুই ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি
- কবরস্থানের সভাপতি পদে নির্বাচন, লড়বেন দুই বিএনপি নেতা
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ
- সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের গ্র্যান্ড রিইউনিয়ন
- গৃহবধূর গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার
- ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা শনিবার
- নারী খামারিদের জন্য প্রকল্প নিচ্ছে সরকার: প্রাণিসম্পদ উপদেষ্টা
- আবারও বাংলাদেশ দলে ডাক পেলেন ফাহমিদুল
- রামপুরায় ব্যাগে মোড়ানো তিনটি অস্ত্র ও বিপুল গুলি উদ্ধার
- গোবিপ্রবির আবাসিক হলে বৈদ্যুতিক হিটার-কুকার ব্যবহার বন্ধের আহ্বান
- চরফ্যাশনে চক্ষু চিকিৎসায় স্বস্তি, শুরু হলো ‘ভিশন সেন্টার’
- শিক্ষার্থীদের দাবি মানল সরকার
- টেকনাফে উদ্ধার হওয়া ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস
জয়পুরহাটে দুর্দিনে বাঁশশিল্প
লোকসানে পেশা ছাড়ছেন অনেকে
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর