ব্রাহ্মণবাড়িয়ায় একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। গতকাল রাত সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে পৈরতলা রেলক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৬০৩ নম্বর মালবাহী ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে। কিছুদূর যাওয়ার পর পৈরতলা রেলক্রসিংয়ের সামনে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামুনকান্দায় ট্রেনটি লাইনচ্যুত হয়।
ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনের পয়েন্টসম্যান মারুফ হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির খুলনা পৌঁছানোর কথা ছিল রাত ১১টা ৪০ মিনিটে। কিন্তু সাড়ে ৯টার দিকে ভাঙ্গা জংশনের কাছে ‘সিগন্যালের ভুলে’র জন্য ইঞ্জিন ও লাগেজ বগি লাইনচ্যুত হয়। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল রাত ১টার দিকে এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।