বগুড়ার ধুনটে এক মাদরাসা ছাত্রীকে (৮) ধর্ষণচেষ্টা মামলায় মানিক মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বগুড়ার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মানিক উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পারনাটাবাড়ী গ্রামের গোলাম সরোয়ারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পারনাটাবাড়ী গ্রামের মানিক মিয়া গত শুক্রবার সকালে ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান। সেখানে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মানিক। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মানিক মিয়া পালিয়ে যান। এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। পরে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করে।