গাজীপুরে থানায় গিয়ে পুলিশ কনস্টেবলকে স্যার ডেকে এসআই পরিচয় দেন এক নারী। এতেই বাঁধে বিপত্তি। ওই পুলিশ কনস্টেবল নারীকে চ্যালেঞ্জ করলে ধরা পড়ে তার আসল পরিচয়।
জানা গেছে, জয়দেবপুর থানায় পাওনা টাকার বিষয়ে অভিযোগ দিতে আসে তানিয়া (২৭) নামের এক ভুয়া পুলিশ। ওই নারী ভুয়া পুলিশ নিশ্চিত হওয়ার পর তাকে আটক করে পুলিশ। গতকাল রিমান্ডের আবেদন জানিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তানিয়া নিজেকে এসআই পরিচয় দেন ও একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। থানায় কর্তব্যরত ডিউটি অফিসার নারীর কথাবার্তায় সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে তল্লাশি করা হয়। তখন পুলিশ নিশ্চিত হয় ওই নারীয় ভুয়া পুলিশ।
জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথায় পেয়েছে।
কোনো অপরাধে জড়িত ছিল কি না এসব খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।