দিনাজপুরে উলটারথ যাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শেষ হয়েছে। হাজার হাজার ভক্তের সমাগমে গতকাল গুঞ্জাবাড়ীর রাধাকৃষ্ণ মন্দিরে এ রথযাত্রা পালিত হয়। এর আগে ২৭ জুন রাজপথে র্যালির মধ্য দিয়ে রথযাত্রার মূল অনুষ্ঠান শুরু হয়েছিল। প্রতি বছর রথযাত্রা শুরু হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। এর নয় দিন পর অনুষ্ঠিত হয় উলটারথ। এ দিনে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা তাদের মাসির বাড়ি থেকে পুনরায় মূল মন্দিরে ফিরে আসেন। এ প্রত্যাবর্তন যাত্রা উলটারথ নামে পরিচিত।
এ দিনে কিছু বিশেষ আচার-অনুষ্ঠান ও নিয়ম পালন করা হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এ উৎসব আয়োজিত হয়ে থাকে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এ রথের আয়োজন করে।
রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি বিক্রমী রাম দাস বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কল্যাণের জন্য ভগবান জগন্নাথদেবের রথযাত্রার আয়োজন।