সাতক্ষীরার তালা উপজেলায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ‘অন্যায়ভাবে’ সাজা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। গতকাল সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া মফস্বল সাংবাদিক ফোরাম তথ্য কমিশনে স্মারকলিপি দিয়েছে।
সাংবাদিক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাংবাদিক মমতাজ আহমেদ বাপি, রামকৃষ্ণ চক্রবর্তী, আবুল কাশেম, শরিফুল্লাহ কায়সার সুমন, আসাদুজ্জামান, আহসান রাজীব, মানবাধিকার কর্মী মাধব দত্ত প্রমুখ।
সূত্র জানায়, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজে অনিয়মের অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করতে গেলে কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে এলজিইডির উপসহকারী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা লাঞ্ছিত করেন। বিষয়টি উভয়পক্ষই তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেলকে অবহিত করেন। পরে ইউএনও একপক্ষের অভিযোগ শুনে সাংবাদিক টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন। মানববন্ধনকারীরা সাংবাদিক টিপুর নিঃশর্ত মুক্তি এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।