চীনের উপহারের ১০০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা হবে বাংলাদেশের উত্তরাঞ্চলে। প্রস্তাবিত সেই হাসপাতালটি গাইবান্ধায় নির্মাণের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা শহরের পৌর শহীদ মিনার চত্বরে গতকাল সংহতি সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। ‘গাইবান্ধার সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মী অংশ নেন।
বক্তারা বলেন, উত্তরাঞ্চলের সবচেয়ে অবহেলিত জনপদ গাইবান্ধা। স্বাধীনতার ৫৪ বছরেও জেলাবাসী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।