সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণাধীন সাততলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলা সদরের শ্যামলীপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূর্ণিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছগ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)। পরিদর্শক নিয়ামুল হক জানান, স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।