এক দশকেও আলোর মুখ দেখেনি রাঙামাটি মেডিকেল কলেজ। এখনো অস্থায়ী ক্যাম্পাসে চলছে শিক্ষা কার্যক্রম। নেই ছাত্রাবাস, ল্যাব, চাহিদা অনুযায়ী শ্রেণিকক্ষ ও হলরুম। রয়েছে শিক্ষক সংকটও। স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ কাজ শেষ হলেও ঝুলে আছে ডিপিপি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালে রাঙামাটি জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ভবনের অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় রাঙামাটি মেডিকেল কলেজের যাত্রা। তখন থেকে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালু থাকলেও আজও হয়নি স্থায়ী ক্যাম্পাস। অস্থায়ী ক্যাম্পাসেই শেষ হয়েছে ১০টি এমবিবিএস ব্যাচ। বর্তমানে ১১ নম্বর ব্যাচের কার্যক্রম চলমান। শিক্ষার্থীরা পাচ্ছেন না পর্যাপ্ত সুযোগসুবিধা। দীর্ঘদিনের আন্দোলনের পরও স্থায়ী ক্যাম্পাস চালু না হওয়ায় ক্ষুব্ধ তারা। রাঙামাটি মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব চাকমা বলেন, এখানে অবকাঠামোগত সমস্যা রয়েছে। আমরা অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস করছি। একসঙ্গে পাঁচটি ব্যাচ ক্লাস করার মতো পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। প্রতিটি ক্লাসে ৫০ থেকে ৭৫ শিক্ষার্থী আছে। একটা ব্যাচ ক্লাস করলে আরেক ব্যাচকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। সবচেয়ে বড় সমস্যা ছেলেমেয়েদের আবাসন সংকট। বাধ্য হয়ে শিক্ষার্থীরা মিলে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছি। রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যাপক প্রীতি প্রসূন বড়ুয়া বলেন, রাঙাপানি মৌজার সুখীনীলগঞ্জন এলাকায় রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য অধিগ্রহণ করা হয়েছে ২৬ একর জমি। সেই জমির মাটি পরীক্ষা-নিরীক্ষার পর তৈরি করা হয়েছে নকশাও। সবকিছু সম্পন্ন করা হলেও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) এখনো অনুমোদন হয়নি ডিপিপি। প্রসূন বড়ুয়া বলেন, রাঙামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ভবনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া খুবই কষ্টের। ১৬টি শ্রেণি কক্ষের প্রয়োজন, এখানে আছে মাত্র পাঁচটি। গাদাগাদি করে ক্লাস করে শিক্ষার্থীরা। এতে যেমন তাদের সমস্যা হচ্ছে তেমনি পাঠদানও ব্যাহত হচ্ছে। সুযোগসুবিধা না থাকায় এখানে শিক্ষকও থাকতে চান না। শিক্ষার্থীরা পড়ালেখা চালিয়ে নিলেও মেধার বিকাশ হচ্ছে না। কারণ এখানে ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারছে না তারা। পরিপূর্ণ হাসপাতাল না থাকলে ইন্টার্নশিপ করা সম্ভব না। প্রসঙ্গত, পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার ব্যবস্থা ও সবার কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তীব্র বিরোধিতা করে। স্থানীয় বাঙালিদের দাবি ও আন্দোলনের কারণে তাৎক্ষণিক রাঙামাটি জেনারেল হাসপাতালের করোনারি বিভাগের পাঁচতলা ভবনে রাঙামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় শিক্ষা কার্যক্রম। মেডিকেল কলেজ স্থাপনের দাবির আন্দোলন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে খুন হন শিক্ষার্থী মণি।
শিরোনাম
- গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 'ইতিবাচক' হামাস
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৫ জুলাই)
- খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
রাঙামাটি মেডিকেল কলেজ
এক দশকেও হয়নি স্থায়ী ক্যাম্পাস
নেই ছাত্রাবাস-ল্যাব, পর্যাপ্ত শ্রেণিকক্ষ হলরুম। রয়েছে শিক্ষকসংকটও। ব্যাহত শিক্ষাকার্যক্রম
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর