চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের চারটি ফার্নিচারের কারখানাসহ অন্তত ছয়টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বদরগঞ্জ বাজারের একটি ফার্নিচারের কারখানা থেকে আগুনের সূত্রপাত।
দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।