চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে বাদশা মিয়া (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে লোহাগাড়ার আধুনগর রূপবান পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এই ঘটনা ঘটে।
নিহত বাদশা লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদার পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাদশা মিয়া এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সোমবার সকালে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে জায়গা জমির দলিল নিয়ে বের হন। কিছুক্ষণ পরে স্থানীয়রা তাকে রেললাইনে হাঁটতে দেখেছেন। পরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেসের নিচে ঝাপ দেন তিনি। বেশ কিছু দূর থেকে স্থানীয়রা তার ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশে খবর দেন।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী আইনি ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
বিডি প্রতিদিন/মুসা