গাইবান্ধার ফুলছড়িতে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ফুলছড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। গতকালসকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি খন্দকার হাফিজুর রহমান। স্থানীয়রা জানান, দলীয় অফিসে ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে নেতা-কর্মীরা তারাবির নামাজ আদায় করতে যায়। এই সুযোগে একদল যুবক সেখানে হামলা চালায়।