গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় আগুনে ১০টি ঝুটের গুদাম ও তিনটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চার ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
বুধবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকার নুর ম্যানশন মার্কেটের ওয়ার্কশপ পট্টিতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। পাশের দুইটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে।