হবিগঞ্জে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র নবগঠিত জেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একাংশ। হবিগঞ্জ প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ অরাজনৈতিক সংগঠন হলেও কমিটিতে ছাত্রদল, শিবির ও ছাত্র অধিকারের সক্রিয় নেতাদের স্থান দেওয়া হয়েছে। কমিটি অনুমোদনে স্বচ্ছতা রক্ষা করা হয়নি। ত্যাগী ও আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ কমিটি বিলুপ্ত না করলে তারা কঠোর আন্দোলনে যাবেন।
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন দাবি তুলে ধরেন এবং কেন্দ্রীয় সমন্বয়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নবগঠিত জেলা কমিটির সহসদস্য সচিব সুরাইয়া সামান্থা পুষ্পিতা, সদস্য শেখ হৃদয়, শফিকুল ইসলাম মান্না, ইশতিয়াক আহমেদ, আরাফাতুজ্জামান শাওন প্রমুখ।