কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। গতকাল সকালে বেতবাড়ীয়া ইউনিয়নের বামনপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে নৌপুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’