জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দুই ভাগ করা অধ্যাদেশ বাতিলের দাবিতে যে আন্দোলন চলছিল, তা সাময়িকভাবে প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ও উপদেষ্টা পরিষদের প্রতিনিধিদের আলোচনার সিদ্ধান্তে এ বিরতির ঘোষণা আসে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে কলমবিরতি কর্মসূচি সাময়িক প্রত্যাহারের কথা বলেন শুল্ক ক্যাডারের উপকমিশনার ইমাম গাজ্জালি। সংবাদ সম্মেলনে একাধিক কর্মকর্তা লিখিত বক্তব্য পাঠ করেন।
আজ বিকাল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ে এ আলোচনা হওয়ার কথা, যেখানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা অংশগ্রহণ করবেন। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো (সিপিডি) ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগ করার প্রক্রিয়া ঠিক হয়নি। শুল্ক ক্যাডারের উপকমিশনার ইমাম গাজ্জালি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। আজ বিকালে এ আলোচনা হওয়ার কথা। অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সদস্য এতে উপস্থিত থাকার কথা রয়েছে।