নেত্রকোনার দুর্গাপুরে বাবার চ্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রকি মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রকি ওই গ্রামের অটোচালক কামাল মিয়ার ছেলে। দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।