লালমনিরহাটের হাতীবান্ধায় কলেজের অধ্যক্ষ পদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুরুজ্জামান নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে আটক নুরুজ্জামানকে লালমনিরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার রাতে হাতীবান্ধা মডেল কলেজ থেকে তাকে আটক করা হয়। নুরুজ্জামান গড্ডিমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি নিজেকে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দাবি করেন। ওসি মাহামুদুন নবী বলেন, কলেজে হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।