নোয়াখালীর কবিরহাটে রাতের আঁধারে খামারিদের ঘরের দরজা বাহির থেকে লাগিয়ে গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে একটি বাছুরের মৃত্যু ও সাতটি গরু দগ্ধ হয়েছে। এ ছাড়া দুটি গরু গলা কেটে হত্যা করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামিয়া মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। পরিদর্শক মনজুর আহম্মেদ জানান, ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করেছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি দুঃখজনক। এক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি।
ভুক্তভোগী খামারি শাহজাহান জানান, গভীর রাতে গরুর ডাক শুনে তিনি ঘর থেকে বের হতে চাইলে দেখেন দরজা বাহির থেকে বন্ধ। বাড়িতে তার ভাইদের ঘরগুলোও বাহির থেকে বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, প্রতিটি গাভি দিনে গড়ে ২০-২৫ কেজি দুধ দেয়। এ দিয়ে সংসার চলত। ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শাহজাহান।