অসংখ্য মরমি গানের স্রষ্টা, একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত চারণ কবি বিজয় সরকারের স্মৃতি রক্ষায় মৃত্যুর ৩৯ বছরেও নির্মাণ হয়নি স্মৃতি সংগ্রহশালা। অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার নিভৃতচারী সংগীত সাধক কবিয়াল বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী ছিল গতকাল (২০ ফেব্রুয়ারি)। দিবসটি উপলক্ষে বিজয় সরকার ফাউন্ডেশন নড়াইলে দিনব্যাপী কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিজয়গীতি পরিবেশন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। আজও বিজয় সরকার স্মৃতি সংগ্রহশালা না হওয়ায় অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কবির ব্যবহৃত খাট, পাদুকা, পাঞ্জাবিসহ ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। সংরক্ষণের অভাবে তার অনেক গানের পা-ুলিপিও হারিয়ে যেতে বসেছে। ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি যশোরের তৎকালীন নড়াইল মহকুমার (বর্তমানে জেলা) ডুমদি গ্রামে জন্ম নেন উপমহাদেশের এ আধ্যাত্মিক বিজয় সরকার। ১৯২৯ সালে তিনি একটি গানের দল করেন এবং কবিয়াল হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। কবি গানের উৎকর্ষ সৃষ্টিতে তার অবদান অসামান্য।