পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর কালারণে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আ. রহিম মাতুব্বরের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। ইন্দুরকানী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান শরিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দুটি ঘর ভস্মীভূত হয়।