কুমিল্লায় দুর্বৃত্তরা একটি কলেজের শহীদ মিনার ভেঙে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা যায়, অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কলেজের শিক্ষক এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা কলেজ চত্বরে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। সবাই রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন। রাত আনুমানিক ২টার দিকে বিকট শব্দ হয়। কলেজের নৈশপ্রহরী গিয়ে দেখেন শহীদ মিনারের ৩টি স্তম্ভের ২টি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। কলেজ অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে।