নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তা সাজেদুর রহমান হত্যা মামলায় মো. হান্নান (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ গতকাল আসামির উপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত হান্নান সোনারগাঁর বারদী এলাকার শামসুদ্দিনের ছেলে। নিহত সাজেদুর রহমান ব্যুরো বাংলাদেশের সোনারগাঁয়ের বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার ছিলেন।
আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, সাজেদুর রহমান কিস্তির টাকা আদায়ের জন্য ২০২০ সালের ৭ সেপ্টেম্বর উপজেলার মিস্ত্রিপাড়ার শামসুদ্দিনের বাড়ি যান। তখন শামসুদ্দিনের ছেলে হান্নানের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে হান্নান ও তার সহযোগীরা সাজেদুর রহমানকে ধরে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়।