চাঁদপুর মেঘনা নদী থেকে ৪ লাখ মিটার কারেন্ট জাল, ২৫০ কেজি জাটকা ও পাঁচটি কাঠের ট্রলারসহ ১৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর এবং চাঁদপুর নৌপুলিশের সমন্বয়ে সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ লাখ মিটার কারেন্ট জাল ও ২৫০ কেজি জাটকাসহ পাঁচটি কাঠের ট্রলার জব্দ করা হয় এবং ১৫ জনকে আটক করা হয়। তিনি আরও বলেন, জাটকাসহ মালামাল চাঁদপুর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের কাছে এবং আটকদের চাঁদপুর নৌথানায় হস্তান্তর করা হয়েছে।