নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে চৌমুহনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত উপহার সামগ্রী বিতরণকালে শহীদ পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু শহীদ পরিবারের সম্মানে তাদের সঙ্গে দুপুরের খাবার খান।
বরকত উল্লাহ বুলু বলেন, আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের শহীদেরা বাংলার চেতনার বাতিঘর। তারা তাদের জীবন দিয়ে এই দেশ ফ্যাসিস্ট মুক্ত করে আমাদেরকে ঋণী করে দিয়েছেন।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীম বরকত লাকী।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সেক্রেটারি মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সেক্রেটারি মো. মহসিন আলম ও উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ