জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আতাউর রহমান বিপুলকে কুপিয়ে হত্যা ও তার পরিবারের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আর এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া। গতকাল সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় সরিষাবাড়ী-তারাকান্দি-ভূয়াপুর সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন নিহত বিপুলের বাবা আনোয়ার হোসেন কালু, ভাই আল-আমিন, নিহতের সন্তানসহ সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্যে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ‘ইতোমধ্যে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি, বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে।
আর এমন নৃশংস হত্যাকাে র প্রতিবাদ আমরাও জানাচ্ছি।’ এ ব্যাপারে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এসব কর্মসূচিতে পুলিশের সরাসরি অংশগ্রহণ করার সুযোগ নেই।’ উল্লেখ্য, গত শুক্রবার সকালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আতাউর রহমান বিপুল, তার মা আসমা বেগম ও স্ত্রী মুক্তা বেগমের ওপর অতর্কিতভাবে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলায় বিপুলের মৃত্যু হয়।