সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপনের বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ করেছেন দুই মেম্বার। এ ছাড়া ইউপি কার্যক্রম পরিচালনায় নানা অনিয়মের অভিযোগও রয়েছে। গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ১ নম্বর ওয়ার্ড মেম্বার জয়নাল সরকার ও ৭ নম্বর ওয়ার্ড মেম্বার জিল্লুর রহমান। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চেয়ারম্যান শহিদুল ইসলাম পতিত সরকারের কর্মী ছিলেন। প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন ভাতাভোগীর কাছ থেকে উৎকোচ নিয়েছেন। গোপনে করেছেন পরিষদের মাসিক সভা করা। এসব প্রতিকারে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মুঠোফোনে বলেন, এসব অভিযোগ সত্য নয়।